মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে সোলাইমান মোল্যা নামের ১৩ মাস বসয়ী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে শিশুটি মারা যায়। নিহত সোলাইমান মোল্যা ওই গ্রামের রাসেল মোল্যার ছেলে। জাহাজ শ্রমিক রাসেল মোল্যা চার ছেলের মধ্যে সব ছোট ছিলেন সোলাইমান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের অগোচরে বাড়ির সামনে একটি পুকুরে গিয়ে ডুবে যায় সোলাইমান। পরে তার মা ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.ফয়সাল মাহামুদ সোহান বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
প্রিন্ট