মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর-খুলনা মহাসড়কের মধুখালীতে পুলিশ চেকপোস্টের সিগন্যাল এড়িয়ে পালানোর সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। এদিকে ঘটনার পর উত্তেজিত হয়ে স্থানীয় জনতা সেখানে কর্তব্যরত পুলিশদের ধাওয়া করে। পরে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে দুর্ঘটনাকবলিত স্থান থেকে লাশ উদ্ধারে তৎপরতা চালায়।
রোববার (১২ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে মধুখালী উপজেলার বোয়ালিয়া ছোকড়িকান্দি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুর শহরের শোভারামপুর মহল্লার সাধন কুমার দাসের ছেলে বাঁধন কুমার দাস (২৭) ও তার শ্যালক ফরিদপুর মহাবিদ্যালয়ের শিক্ষার্থী প্রান্ত দাস (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে মধুখালীর দিকে যাচ্ছিলেন মোটরসাইকেলের ওই দুই আরোহী। পথিমধ্যে বোয়ালিয়ায় পুলিশ চেকপোস্টে তাদেরকে সিগন্যাল দিলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী মুক্তা পরিবহন (খুলনা মেট্রো ব ১১-০০৯৪) নামে একটি বাসের নিচে পড়ে তারা নিহত হন।
এ বিষয়ে মধুখালী থানার (ওসি) নুরুজ্জামান বলেন, সেখানে পুলিশের কোনো চেকপোস্ট ছিলো না। খবর পেয়ে টহল পুলিশের একটি দল নিহতদের উদ্ধার করে।
প্রিন্ট