রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে চাঁপাইনবাবগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা গেছেন শ্রী মায়া রানী (৭৫) নামের এক বৃদ্ধা। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মোঃ পাভেল হোসেন।
নিহত মায়া রানী রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাসুপাড়া গ্রামের মৃত মণীন্দ্রনাথের সহধর্মিণী। তার পরিচয় নিশ্চিত করে নিমপাড়া ইউপি সদস্য আব্দুল আজিজ খতিব জানান, নাতনি জামাইয়ের বাড়িতে বেড়ানো শেষে বাড়ি ফিরে আসার উদ্দেশ্যে শুক্রবার সকালে আব্দুলপুর রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন মায়া রানী। এ সময় তার বড় ছেলে মিলন সঙ্গে ছিল।
এ বিষয়ে নিহতের ছেলে শ্রী মিশন কুমার মাস্টার বলেন, মা বড় ভাইয়ের মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ট্রেনে করে বাড়ি আসার জন্য আব্দুলপুর স্টেশনে অপেক্ষা করছিলেন। এ সময় রেল লাইনের পাশে এক বাড়িতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হন তিনি।
এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ পাভেল হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী কমিউটার ট্রেনের সাথে ধাক্কা লেগে কাটা পড়েন এক বৃদ্ধা। পরে বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানায় জানানো হয়।
এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট