ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে ১টি ওয়ান শুটারগান উদ্ধার হয়েছে।
বুধবার (২ জুলাই) গভীর রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগানটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত মধ্যরাতে দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আল্লারদর্গা-তারাগুনিয়া সড়কের উত্তর পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধার হওয়া অস্ত্রটি দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট