মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজের উদ্যোগে বুধবার (১৬ জুলাই) সকালে কলেজ মিলনায়তনে জুলাই শহিদ দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে জুলাই শহিদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন, আলোচনা, দোয়া মাহফিল ও প্রামান্য চিত্র প্রদর্শন প্রভৃতি কর্মসূচির আয়োজন করা হয়।
পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদারের সভাপতিত্বে এবং পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুর রউফের উপস্থাপনায় অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম মনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) মামুন-উর-রশিদ জুয়াদ্দার, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক (একাডেমি) মুহাম্মদ তোজাম্মেল হোসেন, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মুহাম্মদ নাজির উদ্দিন, পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. খলিলুর রহমান ও মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন।
অন্যান্যের মধ্যে পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শোভন, গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী খোন্দকার নাছিম রানা, হিসাববিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ফয়জুল হক ও উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থী মো. রিহাদ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা মডেল মসজিদের খতিব মাওলানা মো. আলিমুজ্জামান। পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও “জুলাই বিপ্লবে রাজবাড়ী জেলা” স্মারক গ্রন্থের সম্পাদক মো. সহিদুর রহমানসহ কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, প্রভাষক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রিন্ট