ঢাকা , মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অপারেশন ডেবিল হান্টঃ রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার-৩ Logo একই মঞ্চে ওসি-বিএনপি ও আ.লীগের এক ঝাঁক নেতা, ফেসবুকে আলোচনার ঝড় Logo বাংলাদেশ বিশ্ব দরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছেঃ-মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু Logo মাধবপুরের যুগান্তরের রজত জয়ন্তী উৎযাপিত Logo বড়াইগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫ Logo বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার Logo শিবপুরে থানা পুলিশকে হুমকি দিয়ে পেটালো স্বেচ্ছাসেবক দলের নেতা জজ মিয়া Logo কাশিয়ানীতে রাতের আঁধারে প্রতিমা ভাংচুর Logo অদম্য নারীর বিভাগীয় সম্মাননা পেলেন সাংবাদিক তপুর মা Logo ফসলি জমিতে চলছে পুকুর খননের মহোৎসব
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ছোটগল্প

ভিন্নগ্রহের ভালোবাসা

-শামীম আহমেদ

অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির এক অজানা গ্রহ, জেইনক্স। গ্রহটির আকাশ সবসময় নীলাভ বেগুনি, আর গাছপালাগুলো একদম রুপালী। সেখানে বাস করে “জেনোরা” নামের এক বিশেষ প্রজাতির প্রাণী, যাদের শরীর মানবের মতো হলেও তাদের ত্বক রূপার মতো চকচকে। জেনোরা জাতির প্রধান বৈশিষ্ট্য হলো তারা অনুভূতির মাধ্যমে যোগাযোগ করে।

 

একদিন, এক তরুণ জেনোরা, যার নাম ছিল “লেইরা,” হঠাৎ এক অদ্ভুত সংকেত পায়। সংকেতটি এসেছিল পৃথিবী থেকে। এটি ছিল এক মহাকাশযানের পাঠানো সংকেত, যার মধ্যে একটি পৃথিবীর মানব কন্ঠে ভরা গান। গানের সুরটি এতই মিষ্টি ছিল যে, লেইরা অবচেতনভাবে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে।

 

লেইরা সংকেতের উৎস খুঁজতে শুরু করে। অনেক গবেষণার পর সে জানতে পারে পৃথিবীর এক বিজ্ঞানী, যার নাম “আরিয়ান,” তার মহাকাশযান থেকে সেই গান পাঠিয়েছিল। লেইরা আর দেরি না করে পৃথিবীর দিকে রওনা দেয়, যাতে এই অদ্ভুত গানের উৎস খুঁজে বের করতে পারে।

 

পৃথিবীতে এসে লেইরা আরিয়ানের সঙ্গে দেখা করে। প্রথমে আরিয়ান খুব অবাক হলেও ধীরে ধীরে লেইরার অনুভূতি বুঝতে পারে। তাদের মধ্যে এক অদ্ভূত বন্ধন গড়ে ওঠে। পৃথিবীর মানুষ আর ভিন্নগ্রহের প্রাণীর মধ্যে এক অনন্য ভালোবাসার জন্ম হয়।

 

তবে এই ভালোবাসার পথ সহজ ছিল না। ভিন্নগ্রহের প্রযুক্তি আর পৃথিবীর নিয়মের মাঝে অনেক বাধা আসে। কিন্তু তাদের ভালোবাসা সব বাধা পেরিয়ে যায়, কারণ এটা ছিল অনুভূতির মাধ্যমে গড়া এক অদ্ভুত সম্পর্ক, যা কোনো সীমারেখায় বাঁধা ছিল না।

 

শেষমেষ, লেইরা আর আরিয়ান এক নতুন অধ্যায়ের সূচনা করে। তারা একসঙ্গে একটি মিশন শুরু করে, যেখানে পৃথিবী আর জেইনক্স-এর মধ্যে ভালোবাসার বার্তা বিনিময় হবে। এই ভালোবাসা পৃথিবী আর ভিন্নগ্রহের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করে, যেখানে ভালোবাসা সব সীমারেখা অতিক্রম করে…!

লেখকঃ শামীম আহমেদ

             – কবি, লেখক ও সাহিত্যিক


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অপারেশন ডেবিল হান্টঃ রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার-৩

error: Content is protected !!

ছোটগল্প

ভিন্নগ্রহের ভালোবাসা

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
শামীম আহমেদ, কবি, লেখক ও সাহিত্যিক :

-শামীম আহমেদ

অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির এক অজানা গ্রহ, জেইনক্স। গ্রহটির আকাশ সবসময় নীলাভ বেগুনি, আর গাছপালাগুলো একদম রুপালী। সেখানে বাস করে “জেনোরা” নামের এক বিশেষ প্রজাতির প্রাণী, যাদের শরীর মানবের মতো হলেও তাদের ত্বক রূপার মতো চকচকে। জেনোরা জাতির প্রধান বৈশিষ্ট্য হলো তারা অনুভূতির মাধ্যমে যোগাযোগ করে।

 

একদিন, এক তরুণ জেনোরা, যার নাম ছিল “লেইরা,” হঠাৎ এক অদ্ভুত সংকেত পায়। সংকেতটি এসেছিল পৃথিবী থেকে। এটি ছিল এক মহাকাশযানের পাঠানো সংকেত, যার মধ্যে একটি পৃথিবীর মানব কন্ঠে ভরা গান। গানের সুরটি এতই মিষ্টি ছিল যে, লেইরা অবচেতনভাবে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে।

 

লেইরা সংকেতের উৎস খুঁজতে শুরু করে। অনেক গবেষণার পর সে জানতে পারে পৃথিবীর এক বিজ্ঞানী, যার নাম “আরিয়ান,” তার মহাকাশযান থেকে সেই গান পাঠিয়েছিল। লেইরা আর দেরি না করে পৃথিবীর দিকে রওনা দেয়, যাতে এই অদ্ভুত গানের উৎস খুঁজে বের করতে পারে।

 

পৃথিবীতে এসে লেইরা আরিয়ানের সঙ্গে দেখা করে। প্রথমে আরিয়ান খুব অবাক হলেও ধীরে ধীরে লেইরার অনুভূতি বুঝতে পারে। তাদের মধ্যে এক অদ্ভূত বন্ধন গড়ে ওঠে। পৃথিবীর মানুষ আর ভিন্নগ্রহের প্রাণীর মধ্যে এক অনন্য ভালোবাসার জন্ম হয়।

 

তবে এই ভালোবাসার পথ সহজ ছিল না। ভিন্নগ্রহের প্রযুক্তি আর পৃথিবীর নিয়মের মাঝে অনেক বাধা আসে। কিন্তু তাদের ভালোবাসা সব বাধা পেরিয়ে যায়, কারণ এটা ছিল অনুভূতির মাধ্যমে গড়া এক অদ্ভুত সম্পর্ক, যা কোনো সীমারেখায় বাঁধা ছিল না।

 

শেষমেষ, লেইরা আর আরিয়ান এক নতুন অধ্যায়ের সূচনা করে। তারা একসঙ্গে একটি মিশন শুরু করে, যেখানে পৃথিবী আর জেইনক্স-এর মধ্যে ভালোবাসার বার্তা বিনিময় হবে। এই ভালোবাসা পৃথিবী আর ভিন্নগ্রহের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করে, যেখানে ভালোবাসা সব সীমারেখা অতিক্রম করে…!

লেখকঃ শামীম আহমেদ

             – কবি, লেখক ও সাহিত্যিক


প্রিন্ট