জেলাল আহম্মদ রানা, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম ফারুক হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায় নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির ফুটবল মাঠ থেকে লিফলেট বিতরণ শুরু করে নাগেশ্বরী পৌর বাজার, বাসটার্মিনাল, কলেজ মোর, কাজী মার্কেট হয়ে থানা গেট পর্যন্ত এই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সাবেক ছাত্র নেতা শামিম ব্যাপারী, আব্দুস ছালাম চান, স্বেচ্ছাসেবক দলের পৌর আহবায়ক আজিজুল হক, উপজেলা যুগ্ম আহবায়ক যুব দল শামিম রেজা, কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আল আমিন। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ডের যুব ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে এস এম ফারুক হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু সহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন।
সেই দাবি সবার মধ্যে পৌঁছিয়ে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
প্রিন্ট