ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএমডিএর অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন Logo কুষ্টিয়ার সীমান্তে বিজিবি–বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ Logo যশোরের মণিরামপুরে শহীদ মুক্তিযোদ্ধা কলেজের সভাপতি হলেন লিটন মোড়ল Logo নাটোরের নলডাঙ্গায় পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত Logo নরসিংদীতে কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo লোহারটেক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আলিম আর নেই Logo লালপুরে স্কুলে টিফিনের ফাঁকে গাঁজা বিক্রিকালে মাদক ব্যবসায়ী আটক Logo তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের চেষ্টা Logo কালাইয়ে অটোভ্যানের সোকাব ভেঙ্গে চালক নিহত Logo টেকনোলজির উন্নয়ন ও সামাজিক অবক্ষয়
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

আমার এলাকার সামাজিক ও অবকাঠামোর সার্বিক উন্নয়ন আমার লক্ষ্য-নুসরাত তাবাসসুম

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম টম (মাষ্টার)-এর মেয়ে, কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নুসরাত তাবাসসুম-এর প্রধান লক্ষ্য হল, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় প্রয়োজনীয় মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ “উন্নয়ন বাজেট” বের করে এনে জনগণের কল্যাণে তা প্রয়োগ করা।

 

দৌলতপুর উপজেলা আকারে ও জনসংখ্যায় বৃহৎ হলেও, বাজেট বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছে। এই বৈষম্য দূর করতে এবং উপজেলাবাসীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। তিনি বিশেষভাবে দৌলতপুর উপজেলার নদীভাঙন এলাকা, যেমন ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের জনগণের দুরাবস্থার কথা তুলে ধরে, মন্ত্রণালয় থেকে উন্নয়ন প্রকল্প নিয়ে এসেছেন।

 

উল্লেখযোগ্য প্রকল্পসমূহ:

স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প মরিচা ইউনিয়নে নদীভাঙন রোধে।
বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যেমন বাগোয়ান মধ্যপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ, গোরস্থান, ঈদগাহ, ডাংমড়কা শারদীয়া দুর্গা মন্দির ও গোপালপুর শ্মশানসহ অনেক সামাজিক প্রতিষ্ঠানকে সাহায্য প্রদান।
দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে দুই হাজার শীতার্ত মানুষকে কম্বল বিতরণ।

 

এছাড়াও, গত ১৪ জানুয়ারি ২০২৫ সালে চিলমারী ইউনিয়নে কম্বল বিতরণের সময়, এলাকার জনগণ নুসরাত তাবাসসুমের কাছে ভাগজোত বাজার থেকে চিলমারী পর্যন্ত পাকা রাস্তা ও সেতু নির্মাণের দাবী জানান। ইতোমধ্যে এ ব্যাপারে কিছু উদ্যোগ নেয়া হয়েছে।

 

এছাড়া, উদয়নগর থেকে বাজুমারা পর্যন্ত বাঁধ নির্মাণের দাবি স্থানীয় জনগণের পক্ষ থেকে এসেছে এবং নুসরাত তাবাসসুম এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন।

 

নুসরাত তাবাসসুম বলেন, “দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে বিশেষত প্রাগপুর, রামকৃষ্ণপুর, চিলমারী, মহিষকুন্ডি, ফিলিপনগর এবং মরিচা ইউনিয়নগুলো নদীভাঙনের কারণে বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এসব এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা যুগোপযোগী করার জন্য আমি মন্ত্রণালয়ে সর্বোচ্চ দাবি জানাব। আমি আপনাদের অবহিত করছি, আমি শুধু ব্যক্তিগত উন্নয়নে বিশ্বাসী নই, আমি বিশ্বাস করি যে, দৌলতপুরের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে। এই উপজেলাটি এতদিন বৈষম্যের শিকার, আমি চেষ্টা করবো সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং জনগণের পাশে দাঁড়াতে।”


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

বিএমডিএর অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

error: Content is protected !!

আমার এলাকার সামাজিক ও অবকাঠামোর সার্বিক উন্নয়ন আমার লক্ষ্য-নুসরাত তাবাসসুম

আপডেট টাইম : ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম টম (মাষ্টার)-এর মেয়ে, কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নুসরাত তাবাসসুম-এর প্রধান লক্ষ্য হল, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় প্রয়োজনীয় মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ “উন্নয়ন বাজেট” বের করে এনে জনগণের কল্যাণে তা প্রয়োগ করা।

 

দৌলতপুর উপজেলা আকারে ও জনসংখ্যায় বৃহৎ হলেও, বাজেট বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছে। এই বৈষম্য দূর করতে এবং উপজেলাবাসীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। তিনি বিশেষভাবে দৌলতপুর উপজেলার নদীভাঙন এলাকা, যেমন ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের জনগণের দুরাবস্থার কথা তুলে ধরে, মন্ত্রণালয় থেকে উন্নয়ন প্রকল্প নিয়ে এসেছেন।

 

উল্লেখযোগ্য প্রকল্পসমূহ:

স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প মরিচা ইউনিয়নে নদীভাঙন রোধে।
বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যেমন বাগোয়ান মধ্যপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ, গোরস্থান, ঈদগাহ, ডাংমড়কা শারদীয়া দুর্গা মন্দির ও গোপালপুর শ্মশানসহ অনেক সামাজিক প্রতিষ্ঠানকে সাহায্য প্রদান।
দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে দুই হাজার শীতার্ত মানুষকে কম্বল বিতরণ।

 

এছাড়াও, গত ১৪ জানুয়ারি ২০২৫ সালে চিলমারী ইউনিয়নে কম্বল বিতরণের সময়, এলাকার জনগণ নুসরাত তাবাসসুমের কাছে ভাগজোত বাজার থেকে চিলমারী পর্যন্ত পাকা রাস্তা ও সেতু নির্মাণের দাবী জানান। ইতোমধ্যে এ ব্যাপারে কিছু উদ্যোগ নেয়া হয়েছে।

 

এছাড়া, উদয়নগর থেকে বাজুমারা পর্যন্ত বাঁধ নির্মাণের দাবি স্থানীয় জনগণের পক্ষ থেকে এসেছে এবং নুসরাত তাবাসসুম এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন।

 

নুসরাত তাবাসসুম বলেন, “দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে বিশেষত প্রাগপুর, রামকৃষ্ণপুর, চিলমারী, মহিষকুন্ডি, ফিলিপনগর এবং মরিচা ইউনিয়নগুলো নদীভাঙনের কারণে বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এসব এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা যুগোপযোগী করার জন্য আমি মন্ত্রণালয়ে সর্বোচ্চ দাবি জানাব। আমি আপনাদের অবহিত করছি, আমি শুধু ব্যক্তিগত উন্নয়নে বিশ্বাসী নই, আমি বিশ্বাস করি যে, দৌলতপুরের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে। এই উপজেলাটি এতদিন বৈষম্যের শিকার, আমি চেষ্টা করবো সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং জনগণের পাশে দাঁড়াতে।”


প্রিন্ট