ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেনাপোলে যুবদলের যৌথ কর্মীসভা Logo পাংশা সরকারী কলেজে জুলাই শহিদ দিবস পালিত Logo কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে মহম্মদপুর Logo কুষ্টিয়া চাঁদা তোলা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ Logo কিছু কিছু দল বাংলাদেশকে মৃত্যুপুরী বানাচ্ছেঃ -মোমিন মেহেদী Logo মধুখালীতে কাঁচা মরিচের দাম হঠাৎ কম হওয়ায় কৃষকেরা হতাশ Logo কালুখালী থেকে কুষ্টিয়া আদালতে হাজিরা দিতে গিয়ে হামলার শিকার Logo ফরিদপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে ‌‌ আলোচনা সভা ‌ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও শর্টগানসহ আটক ২ Logo জাতীয় নাগরিক পার্টি এনসিপির ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

লালপুরে স্কুলে টিফিনের ফাঁকে গাঁজা বিক্রিকালে মাদক ব্যবসায়ী আটক

-ছবিঃ প্রতীকী।

রাশিদুল ইসলাম রাশেদঃ

 

নাটোরের লালপুরে স্কুল চলাকালীন সময়ে টিফিনের বিরতিতে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়েছেন এক গাঁজা ব্যবসায়ী। বুধবার (১৪ মে) উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল চকপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে আল-আমিন হোসেন (২৫) দীর্ঘদিন ধরে স্কুলের শিক্ষার্থীদের নিকট গাঁজা বিক্রি করে আসছিলেন। আজও (বুধবার) তিনি কোনো এক শিক্ষার্থীর নিকট গাঁজা বিক্রির উদ্দেশ্যে স্কুলে আসেন।

 

বিষয়টি নিশ্চিত করে ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার বলেন, “আল-আমিন নামে এক যুবক শিক্ষার্থীদের নিকট গাঁজা বিক্রির উদ্দেশ্যে এসেছে—এমন খবর পেয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে গাঁজা এবং গাঁজা সেবনের উপকরণ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, একজন শিক্ষার্থীর ডাকে সে গাঁজা বিক্রি করতে এসেছিল।” পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

প্রধান শিক্ষক আরও জানান, আল-আমিন পূর্বেও স্কুলে এসে মাদক বিক্রি করেছে এবং যাওয়া-আসার পথে ছাত্রীদের অশ্লীল ভাষায় উত্যক্ত করত বলে বুধবার শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে তিনি স্কুলের ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

 

এ বিষয়ে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সুমন চন্দ্র দাস বলেন, “আটককৃত আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে নাটোর জেলহাজতে পাঠানো হবে।”


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে যুবদলের যৌথ কর্মীসভা

error: Content is protected !!

লালপুরে স্কুলে টিফিনের ফাঁকে গাঁজা বিক্রিকালে মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :

রাশিদুল ইসলাম রাশেদঃ

 

নাটোরের লালপুরে স্কুল চলাকালীন সময়ে টিফিনের বিরতিতে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়েছেন এক গাঁজা ব্যবসায়ী। বুধবার (১৪ মে) উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল চকপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে আল-আমিন হোসেন (২৫) দীর্ঘদিন ধরে স্কুলের শিক্ষার্থীদের নিকট গাঁজা বিক্রি করে আসছিলেন। আজও (বুধবার) তিনি কোনো এক শিক্ষার্থীর নিকট গাঁজা বিক্রির উদ্দেশ্যে স্কুলে আসেন।

 

বিষয়টি নিশ্চিত করে ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার বলেন, “আল-আমিন নামে এক যুবক শিক্ষার্থীদের নিকট গাঁজা বিক্রির উদ্দেশ্যে এসেছে—এমন খবর পেয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে গাঁজা এবং গাঁজা সেবনের উপকরণ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, একজন শিক্ষার্থীর ডাকে সে গাঁজা বিক্রি করতে এসেছিল।” পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

প্রধান শিক্ষক আরও জানান, আল-আমিন পূর্বেও স্কুলে এসে মাদক বিক্রি করেছে এবং যাওয়া-আসার পথে ছাত্রীদের অশ্লীল ভাষায় উত্যক্ত করত বলে বুধবার শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে তিনি স্কুলের ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

 

এ বিষয়ে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সুমন চন্দ্র দাস বলেন, “আটককৃত আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে নাটোর জেলহাজতে পাঠানো হবে।”


প্রিন্ট