ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশি আটক

-ছবিঃ প্রতীকী।

জসীমউদ্দীন ইতিঃ

 

জেলার জগদল সীমান্তে ভারতের অভ্যন্তরে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের ভেতরে এ ঘটনা ঘটে।

 

আটকরা হলেন—বলিয়াডাঙ্গী উপজেলার বেলপোখর লাহিড়ী গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩০), মোড়ল হাট জিয়াবাড়ী গ্রামের আব্দুলের ছেলে হামিদুল (৩০) এবং একই গ্রামের আনসারুল হকের ছেলে শামীম (২৩)।

 

জানা গেছে, আটকরা বেশ কিছুদিন আগে অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন।

 

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জগদল বিওপি সূত্রে জানা যায়, ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহল দল সীমান্তে টহলের সময় অবৈধভাবে প্রবেশকারী তিন বাংলাদেশিকে আটক করে। তবে তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, “আমরা এরই মধ্যে ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। দুপুরের মধ্যে তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা যায়। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তারা কোন দেশের নাগরিক। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পতাকা বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।”

 

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই বিএসএফের সঙ্গে যোগাযোগের পাশাপাশি স্থানীয়ভাবে আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ করছে বিজিবি।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হরিপরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

error: Content is protected !!

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশি আটক

আপডেট টাইম : ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

জসীমউদ্দীন ইতিঃ

 

জেলার জগদল সীমান্তে ভারতের অভ্যন্তরে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের ভেতরে এ ঘটনা ঘটে।

 

আটকরা হলেন—বলিয়াডাঙ্গী উপজেলার বেলপোখর লাহিড়ী গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩০), মোড়ল হাট জিয়াবাড়ী গ্রামের আব্দুলের ছেলে হামিদুল (৩০) এবং একই গ্রামের আনসারুল হকের ছেলে শামীম (২৩)।

 

জানা গেছে, আটকরা বেশ কিছুদিন আগে অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন।

 

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জগদল বিওপি সূত্রে জানা যায়, ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহল দল সীমান্তে টহলের সময় অবৈধভাবে প্রবেশকারী তিন বাংলাদেশিকে আটক করে। তবে তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, “আমরা এরই মধ্যে ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। দুপুরের মধ্যে তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা যায়। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তারা কোন দেশের নাগরিক। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পতাকা বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।”

 

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই বিএসএফের সঙ্গে যোগাযোগের পাশাপাশি স্থানীয়ভাবে আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ করছে বিজিবি।


প্রিন্ট