বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে থানা মসজিদের সামনে থেকে এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী উপজেলার কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে মো. আপন মুন্সী (৪০)।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তিনি তার ব্যবসায়িক কাজে ব্যবহৃত লাল-কালো রঙের BAJAJ ব্র্যান্ডের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজিঃ নং- গোপালগঞ্জ-ল-১১-৭৫০৫) মুকসুদপুর থানা মসজিদের বিপরীতে ইমরানের বিল্ডিং-এর সামনে লক করে রেখে টেংরাখোলা বাজারে যান বাজার করতে।
পরে আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে ফিরে এসে তিনি দেখেন, মোটরসাইকেলটি যথাস্থানে নেই। এরপর আশপাশে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও সেটি আর পাওয়া যায়নি। তিনি ধারণা করছেন, ওই সময়ের মধ্যে অজ্ঞাত চোর বা চোরেরা সুযোগ বুঝে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় লোকজনও অবগত রয়েছেন বলে জানান আপন মুন্সী। পরবর্তীতে নিজ উদ্যোগে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে তিনি মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, “অভিযোগটি পেয়েছি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রিন্ট