ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধিঃ
সংযুক্ত আরব আমিরাত সফরে করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে আগামীকাল ১১-১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস মঙ্গলবার দুবাই সফরে আসবেন।
সামিটে বিশ্বের প্রায় ৩০ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেবেন। ৮০টির বেশি আন্তর্জাতিক সংস্থা, ১৪০টি সরকারি প্রতিনিধি দল, ৬ হাজারের বেশি অংশগ্রহণকারী ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা ও বাণিজ্যসহ বৈশ্বিক ভবিষ্যতের দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই সামিটে। ড. ইউনূসের এই সফর ঘিরে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
প্রবাসীদের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা ভিসা জটিলতা। বিশেষ করে আমিরাতে ১৯৬ জন সাজাপ্রাপ্ত বাংলাদেশির দেশে ফেরত পাঠানোর পর তাদের পুনরায় ফেরার অনুমতি পাওয়া, বন্ধ থাকা ভিসা চালু করা এবং স্থানান্তর সহজ করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা করা হচ্ছে।ড. ইউনূসের সফরকে ঘিরে বাংলাদেশ ও আমিরাতের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধির আশাও করছেন প্রবাসীরা। বিশেষ করে, আমিরাত সরকারের সঙ্গে আলোচনা করে ভিসা সংক্রান্ত বাধাগুলো দূর করার উদ্যোগ নেয়া হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রিন্ট