সময়ের প্রত্যাশা ডেস্ক
প্রিয় মাতৃভূমিকে জানা, দক্ষতা বৃদ্ধি, জ্ঞান অর্জন ও আনন্দ উপভোগের লক্ষ্যে বিশ্বের অন্যতম ও বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কক্সবাজার জেলার সেন্টমার্টিনে ৫দিনের আনন্দ ভ্রমণ শুরু করেছে গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি)’র সদস্যরা।
শুক্রবার ১০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় সাংবাদিক সংগঠনটির কার্যালয় থেকে সহ-সভাপতি মোহাম্মদ সাইফুর রশিদ চৌধুরীর দিকনির্দেশনায় এবং সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মুন্সী সাদেকুর রহমান শাহিন এর সার্বিক তত্ত্বাবধানে ইমাদ পরিবহনের একটি রিজার্ভ গাড়িতে করে কক্সবাজার জেলার সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা করেন। আনন্দ ভ্রমণে অংগ্ৰহণ করা সাংবাদিকদের মধ্যে রয়েছেন, জিপিসি ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুর রশিদ চৌধুরী (আছাব), ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সিনিয়র রিপোর্টার, এস এম বাবুল, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি রনি আহম্মেদ, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আনিচুল ইসলাম (জার্মান), আমার বার্তা পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি হোসাইন আহাম্মেদ রানা, দৈনিক আমাদের কন্ঠ জেলা প্রতিনিধি নিসা আক্তার দিনা, দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জেলা প্রতিনিধি লাবু শেখ, দৈনিক আজকের সংবাদ জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম লিমন প্রমুখ।
ভ্রমণ যাত্রার পূর্ব মুহূর্তে ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ মোজাহারুল হক বাবলু সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। গোপালগঞ্জ প্রেসক্লাব জিপিসি ‘র বার্ষিক আনন্দ ভ্রমণ বিষয়ে ক্লাবটির সাধারণ সম্পাদক দৈনিক সময়ের প্রত্যাশাকে জানান, আমাদের ক্লাবের সদস্যগণ ১০জানুয়ারী গোপালগঞ্জ থেকে যাত্রা শুরু করে ১১ তারিখে কক্সবাজার জেলা শহরে পৌঁছে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত পরিদর্শন করবে। পরে ওই দিনই আটলান্টিক জাহাজে করে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে উদ্দেশ্যে যাত্রা করবে। সেন্টমার্টিনে দু’দিন দুই রাত থাকবে এবং দ্বীপটির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি দ্বীপের রহস্য ও ইতিহাস জানার চেষ্টা করবে। এরপর সোমবার ১৩ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় পুনরায় আটলান্টিক জাহজে করে কক্সবাজার শহরে আসবেন। পরে আমাদের সদস্যরা কক্সবাজার সমুদ্র সৈকত ও শহরের রাতের সৌন্দর্য উপভোগ করে ওই রাতেই ইমাদ পরিবহনের এসি বাসে করে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা করবে।
প্রিন্ট