বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সারাদেশের ন্যায় বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে, বাংলাদেশ স্কাউটস মুকসুদপুর উপজেলা শাখার আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
.
মুকসুদপুর উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
.
এসময়য় বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, সহ সভাপতি আছমা খানম, সাধারণ সম্পাদক মোঃ লুলু হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ নুর ইসলাম বাকী, সহকারী কমিশনার কাইয়ুম শরিফ, মোঃ মিজানুর রহমান, জোনাকী আক্তার, সুরাইয়া সুলতানা, স্কাউটস ইউনিট লিডার মোঃ শওকত আলী মিয়া, স্কাউটস লিডার মশিউর রহমান, কাব লিডার হায়দার হোসেন প্রমূখ।
প্রিন্ট