ইনামুল খন্দকারঃ
ফরিদপুরের মধুখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মানসিক প্রতিবন্ধীসহ সহোদরকে কুপিয়ে রক্তাক্ত ও জখম করেছে মাদক সম্রাট দাউদ গং।
রবিবার (৩১ মার্চ ) রাত সাড়ে ৭ টায় মধুখালী পৌরশহরের মেছড়দিয়া মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আহতরা হলেন- মধুখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মো. জালাল শেখ এর পুত্র মানসিক প্রতিবন্ধী মোঃ আকাশ শেখ (২৭) এবং তার বড় ভাই মোঃ মামুন শেখ (৪০)।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৭ টায় ঈদুল ফিতরকে সামনে রেখে আগের রাতে পৌরসভার বনমালিদিয়া কে বা কারা আতজবাজি ফোঠায় সেটাকে কেন্দ্র করে, এসময় ১ নং বিবাদী দাউদ শেখ (৫৫) মেছড়দিয়া কাসেমের দোকানের সামনে গিয়ে প্রতিবন্ধী আকাশকে গালিগালাজ করতে থাকে প্রতিমধ্যে ২ নং বিবাদী সাকিব শেখ (২৫) ধারালো অস্ত্র দিয়ে প্রতিবন্ধী আকাশকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে, এসময় লাঠিসোটা নিয়ে ছাবেদ শেখ, সাব্বির, আলামিন প্রতিবন্ধী আকাশের বড় ভাইকে পিটিয়ে জখম করে এবং প্রাননাশ ও বাড়ী ঘর পুড়িয়ে দিবো বলে হুমকি দেয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের ভিডিও চিত্র ধারন করেন। এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান বলেন খবর পেয়ে হাসপাতালে আমার পুলিশ সদস্য রুস্তম আলীকে পাঠিয়ে ছিলাম, অভিযোগ পেয়েছি এবং মামলা প্রক্রিয়াধীন আছে।
প্রিন্ট