মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেসার্স নিউ রফিক অটো রাইস মিলের অর্থায়নে মানবতার সেবাই রহনপুর একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ৮০০ জন দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রনহপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মেসার্স নিউ রফিক অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম, মানবতার সেবাই রহনপুর এর সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান জেম, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম খাঁন, গোমস্তাপুর প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ।
মানবতার সেবাই রহনপুর সংগঠনের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমরা বিভিন্ন বিত্তশালীদের কাছ থেকে সহযোগিতা নিয়ে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিদিনই অসহায় হতদরিদ্র ও পথশিশুদের মাঝে রাতের খাবার বিতরণ করি। তিনি সকল বিত্তশালী ব্যক্তিদের শীতার্ত হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রিন্ট