মানিক কুমার দাস:
ফরিদপুর পাসপোর্ট অফিসে ৩ জন রোহিঙ্গা ও ২ জন দালাল আটক করা হয়েছে। আজ রবিবার দুপুর ৩:৩০ মিনিটে ফরিদপুর পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে ক) মো: তৈয়বুর (২৯), পিতা: রহমত উল্লাহ, খ)আব্দুস সোবাহান (৬২), পিতা: মৃত-আবুল বাশার, গ) হাসিনা বেগম (৫২), স্বামী: আব্দুস সোবাহান, উভয় সাং- মরিগোনা, রেংগুট, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার কে আটক করা হয়। জানা
যায় ফরিদপুরের স্থানীয় দালাল ক) মোঃ রাশেদ খান (২৫) পিতা- আব্দুল হান্নান খান,গ্রাম-কুঠিবাড়ি, এবং
খ) সিয়াম আহমেদ (২৭), পিতা-মোতালেব মিয়া, উভয়থানা- ফরিদপুর সদর, জেলা-ফরিদপুর মাধ্যমে পাসপোর্ট করার জন্য কক্সবাজার থেকে ফরিদপুরে আসে। পরবর্তীতে দালালের সাথে তাদের পাসপোর্ট তৈরিতে চুক্তিকৃত টাকা নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে মো: রাশেদ খান তাদেরকে মেরে অফিসের আনসারের কাছে দিয়ে দেন। উল্লেখ্য, দালালের সাথে তাদের ৩০ হাজার টাকায় পাসপোর্ট তৈরির কাজ চুক্তি ছিল, তবে রোহিঙ্গারা ২৫ হাজার টাকা পরিশোধ করেছিল।
কিন্তু আজ দালাল মোঃ রাশেদ খান তাদের কাছে আরও দেড় লক্ষ টাকা দাবি করেন। এ সময় রোহিঙ্গা আব্দুস সোবহান বলেন জন্মগতভাবে তিনি বাংলাদেশী, তার দুই ছেলে মো: নুরুল আফসার এবং মোঃ ওমর দীর্ঘদিন যাবত সৌদি প্রবাসী। ওমরা হজ্ব এবং ছেলেদের কাছে যাওয়ার উদ্দেশ্যে আব্দুস সোবহান এবং তার স্ত্রী হাসিনা বেগম তাদের সাথে থাকা তার মেয়ের জামাই মোঃ তৈয়েবুর রহমানের সহযোগিতায় ফরিদপুরে দালালের মাধ্যমে পাসপোর্ট করার জন্য আসেন।
উল্লেখ্য, আব্দুস সোবহান এবং হাসিনা বেগম জন্মগতভাবে বাংলাদেশী হলেও তারা কক্সবাজারের ভোটার না হওয়ায় পাসপোর্ট করতে ফরিদপুরে আসেন।
ফরিদপুর জেলা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আবু নাঈম মাসুম আটককৃত ব্যক্তিদের ডকুমেন্ট পরীক্ষা করে এনআইডি ভুয়া বলে প্রমাণিত হয়।
এ ঘটনায় ৩ রোহিঙ্গা এবং ২ জন দালালকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয় ।
প্রিন্ট