মোঃ আমিন হোসেনঃ
আমরা এমন কোনো রাজনৈতিক শক্তি চাই না যারা দুর্নীতি, লুটপাট আর মাফিয়ার প্রতিনিধিত্ব করে। আমরা এমন একটি দল গড়তে চাই—যারা সাধারণ মানুষের পক্ষে কথা বলবে, বাস্তব সমস্যা নিয়ে রাজপথে থাকবে।
— কথাগুলো বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (১৩ জুলাই) বিকেলে ঝালকাঠি শহরের কাপুড়িয়াপট্টি মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি গণজাগরণের ধারায় সৃষ্টি হওয়া দল। কিন্তু এখন দেশের পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে, বাংলাদেশের পক্ষে কথা বলতে গেলেই প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। প্রশাসনকে দলীয়করণ করা হচ্ছে। জনগণের কণ্ঠরোধের ষড়যন্ত্র চলছে। তবে এসব চক্রান্ত করে গণতন্ত্রের অগ্রযাত্রা থামানো যাবে না।
তিনি বলেন, ছাত্রসমাজ অতীতে রাজপথে রক্ত দিয়েছে, এখনো প্রস্তুত আছে। তবে আমরা সংঘর্ষ চাই না, বিভাজন চাই না। মতবিরোধ থাকবে, প্রতিযোগিতা থাকবে—তবু দেশের স্বার্থে ঐক্য জরুরি। কিন্তু যারা জনবিচ্ছিন্ন, তাদের সঙ্গে কোনো জাতীয় ঐক্য সম্ভব নয়।
এ সময় এনসিপির সদস্য সচিব শেখ আখতার হোসেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, দেশের সকল বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিয়ে ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন এবং যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান।
এদিকে এনসিপির ঝালকাঠি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না জানান, নানা বাধা ও ছাত্র আন্দোলনের প্রতিবাদের কারণে তারা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে পারেননি।একটি বিশেষ মহলের প্ররোচনায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা সৃষ্টি হয়েছে,অভিযোগ করেন মান্না।
প্রিন্ট