সাজেদুর রহমানঃ
যশোরের শার্শা উপজেলায় হাঁসের খামারে শিয়াল মারার ফাঁদে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীরা হাঁসের খামার ভাঙচুর করেছে। নিহত আহাদ আলী শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাহাদুর মোড়লের ছেলে।
এলাকাবাসীরা জানান, হাঁসের খামারে শিয়াল মারার উদ্দেশ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহাদ আলী (৭২) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শার্শার রামচন্দ্রপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ঘটনার পর বিক্ষুব্ধ গ্রামবাসী খামারটি ভাঙচুর করে। এর আগে ওই খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরু, কুকুর ও শিয়ালের মৃত্যু হয়েছে। তখন গ্রামবাসী বারবার খামার মালিক সোহাগকে বৈদ্যুতিক ফাঁদ তুলে নিতে অনুরোধ করলেও সে কর্ণপাত করেননি।
নিহতের পুত্রবধু জুলেখা বেগম বলেন, “আমার শ্বশুর সকালে খেয়ে জমিতে কাজ করতে গিয়েছিলেন। তার জমির পাশেই ছিল সোহাগের হাঁসের খামার। সে প্রতিদিন সেখানে শিয়াল মারার জন্য ফাঁদে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখত। সেই ফাঁদের বিদ্যুতের তার আমাদের জমির আইলের উপর ফেলে রাখা ছিল। ফাঁদের বিদ্যুৎ সংযোগ বন্ধ না করায় আমার শ্বশুর স্পৃষ্ট হয়ে মারা যান।
হাঁসের খামারি সোহাগের চাচাতো ভাই জুয়েল নিজেকে পুলিশের বড় গোয়েন্দা অফিসার পরিচয় দিয়ে আমাদের ভয় দেখান মামলা না করার জন্য।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রামচন্দ্রপুর গ্রামে একজন মারা গেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট