গোলাম মোর্তবা শিকদার রিজু, বালিয়াকান্দি( রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করলেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন।
৭ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ঃ০০ টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) এর কার্যালয়। মতবিনিময়কালে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন- আপনাদের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গ্রাম পুলিশের সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও রাত্রে গ্রামে গ্রামে এবং বাজারে পাহারার ব্যবস্থা করার জন্য আহব্বান জানান।
এছাড়াও প্রতিটা ওয়ার্ডের মেম্বারদেরকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয় করে নির্দিষ্ট সময় নির্ধারণ করে বালিয়াকান্দি থানা কে অবগত করতে বলেন। এবং থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করতে বলেন ।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আলামিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং সাংবাদিক গোলাম মর্তবা রিজু।
প্রিন্ট