আমিরুল ইসলাম, বড়াইগ্রাম, নাটোর প্রতিনিধি
নতুন কমিটি ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের মাদ্রাসা মোড় এলাকায় এই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাটোর জেলা শাখার আয়োজনে সংগঠনটির নতুন আহ্বায়ক কমিটি প্রকাশিত হওয়ায় এই আনন্দ মিছিল বের করা হয়। পরে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কর্তৃক সীমান্তে হত্যাকাণ্ড, ফেলানী হত্যা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।
মিছিলটি মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাব-নীচাবাজার হয়ে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার আহ্বায়ক জনি প্রামাণিক, সদস্য সচিব মশিউর রহমান ফুয়াদ, যুগ্ম আহ্বায়ক অনিক সরকার, মুখপাত্র জান্নাতুল ফেরদৌস মাহী প্রমুখ।
প্রিন্ট