“আমরা পেশাদারিত্বের স্মৃতিকে অক্ষুন্ন রাখি।” গৌরাঙ্গ পাল, পুলিশ পরিদর্শক(শহর ও যানবাহন)-এর সাতক্ষীরা জেলায় বদলি হওয়ায় আজ ১১ এপ্রিল (মঙ্গলবার) বিকালে পুলিশ সুপারের কার্যালয় হতে আনুষ্ঠানিকভাবে তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নড়াইল।
গৌরাঙ্গ পাল, পুলিশ পরিদর্শক(শহর ও যানবাহন), নড়াইল ২০১০ সালে সার্জেন্ট পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১৮ সালে তিনি পুলিশ পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত হন।
চাকুরিসূত্রে তিনি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে নড়াইল জেলায় যোগদান করেন। এছাড়া তিনি কেএমপি, ডিএমপি, ঝিনাইদহ ও খুলনা জেলায় বিভিন্ন সময় কর্মরত ছিলেন। তিনি পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হিসেবে নড়াইল জেলায় যথেষ্ট সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নড়াইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট