গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক প্রথম আলো প্রকাশিত ‘শিশুর নামে স্বাধীনতাকে কটাক্ষ করে অসত্য তথ্য প্রচারের
প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে কলেজ সচেতন শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মাহির রহমান মৌন, রাফিউর রহমান অমি, সুভাশিষ চক্রবর্তি শূভ, জিসান আহম্মেদ রবিন ও নাহিদ বিশ্বাসসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা, ‘সম্প্রতি দৈনিক প্রথম আলোয় যেভাবে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন করে রাষ্ট্র ও জাতির ভাবমূর্তি ক্ষুন্নের চেষ্টা করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রথম আলোর বন্ধের দাবি জানান।
প্রিন্ট