নানা আয়োজনে পাবনায় ছা্ত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড ও ফেসটুন সম্বলিত একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসন সংসদ সদস্য নাদিয়া ইয়াসমিন জলি,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্ত প্রমুখ। পরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দলীয় নেতাকর্মীরা।
প্রিন্ট