ইস্রাফিল হােসেন ইমনঃ
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টার দিকে ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের মাওলাহাবাসপুর আশ্রয়ন প্রকল্প ও বাহিরচর ইউনিয়নের মসলেমপুর আশ্রয়ন প্রকল্পে, টিকটিকি পাড়া আশ্রয়ন প্রকল্পে অসহায় শীতার্ত মানুষের হাতে ২২০ টি কম্বল তুলে দেয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান সহ কর্মচারী ও গণমাধ্যম কর্মীর উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব।
দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 





















