ইসমাইল হোসেন বাবুঃ
২০২৫ সালের ইউসিবি ব্যাংকিং খাতে ১৩,০০০ হাজার কোটি টাকার নেট ডিপোজিট। এই অবিস্মরণীয় সাফল্যের জন্য কুষ্টিয়ার ভেড়ামারা ইউসিবি ব্যাংক শাখার উদ্যোগে ব্যাংক শাখায় ৪ জানুয়ারি রোববার বিকেল সাড়ে চার টাই আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। বাংলাদেশের বেসরকারী ব্যাংকিং খাতের অন্যতম সেরা ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) গ্রাহক সেবায় অন্যতম শীর্ষে রয়েছে।
ভেড়ামারা ইউসিবি ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ জহুরুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণির পেশা জীবি মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের মধ্যে কেক কাটা হয়।
অনুষ্ঠিত সভায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলাম বলেন, গ্রাহকের আস্থা,বিশ্বাস, সহযোগিতা ও আন্তরিকতায় ইউসিবি ব্যাংক ২০২৫ সালে সেরা প্রবৃদ্ধি অর্জন করেছে।যার এডি রেশিও ৮৩%।

মাত্র এক বছরে ব্যাংকটির চিত্র পাল্টে গেছে।যা ২০২৪ এর ডিসেম্বরে নেট ডিপোজিট প্রবৃদ্ধি ৪,০৪২ কোটি টাকা (এডি রেশিও ৯১. ৩০ %),নতুন একাউন্ট ৪.১১ লাখ ও ২০২৫ এর ডিসেম্বরে নেট ডিপোজিট প্রবৃদ্ধি ১২,৯৭৩কোটি টাকা ( এডি রেশিও ৮৩%) ।নতুন একাউন্ট ৬.৭৮ লাখ।মোট ডিপোজিট ৬৮,৩১৭ কোটি টাকা,আমদানি ৩.৩ বিলিয়ন ডলার,রপ্তানি ৩.৩ বিলিয়ন ডলার, সারাদেশে ২৩৪ টি শাখা,১৮৭ টি উপ শাখা,৬২০ টি এজেন্ট ও ৭১৫ টি এটিএম এর মাধ্যমে গ্রাহক সন্তুষ্টিতে কাজ করে যাচ্ছে।তিনি গ্রাহকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্যাংকের এমন সাফল্যে গ্রাহক আস্থা এবং গ্রাহকদের সাথে সুসম্পর্কের বিষয়টি তিনি তুলে ধরেন।
তিনি আরো বলেন, নেট ডিপোজিটের গর্বিত অর্জন! এটি শুধু একটি পরিসংখ্যান নয়, এটি একটি অনুপ্রেরণা।
অনুষ্ঠানে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খোকন, হাবিবুর রহমান টোকন, ফয়জুল ইসলাম মিলন,নির্মাতা কুশলীর স্বত্বাধিকারী বাবুল রহমান, ভাই ভাই এন্টার প্রাইজের প্রতিনিধি, রাফা এন্টার প্রাইজের মালিক লিটন হোসেন সহ ব্যাংকের সমস্ত কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















