মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীতে ৮০ পিস ইয়াবাসহ শাকিবুল হাসান ওরফে লিটন (৩০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার লিটন মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার বরইকুড়ি এলাকা থেকে লিটনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটন মোহনপুর উপজেলার বিলপাড়া গ্রামের বাসিন্দা মৃত মনিরুল ইসলাম মন্টুর ছেলে।
মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ইয়ামিন আলী বলেন, স্থানীয় একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি বসেছিলেন। তাদের পাশেই রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন লিটন। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার জিন্স প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের জিপার ব্যাগে রাখা ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা, পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারকৃত লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে শাকিবুল হাসান লিটন তার নিজস্ব ফেসবুক আইডিতে পরিচয় হিসেবে ‘সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহনপুর উপজেলা ছাত্রদল’ উল্লেখ করেছেন।
মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সাংগঠনিক পদবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ঢাকায় আছি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। তার নিজের ব্যক্তিগত অপকর্মের দায়ভার সংগঠন বা দল কোনভাবেই গ্রহণ করবে না।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল বলেন, লিটন আটক হয়েছে বিষয়টা আমি শুনেছি, এ বিষয়টা কেমন যেন রহস্যময়, আসলে সে প্রকৃতই ইয়াবাসহ গ্রেফতার হয়েছে কিনা! দেখাগেছে ইতিপূর্বে অনেক নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে এটা জানার ও বুঝার বিষয়। এ ঘটনার বিষয়ে আমি খোঁজখবর নিচ্ছি প্রকৃত ঘটনা জানার জন্য। আর দলীয় পদবি ব্যবহার করে কেউ যদি জমি দখল, পুকুর দখল, জলাশয় বিল দখল, মাদক ব্যবসা করে তার ব্যক্তিগত দায়ভার তাকেই বহন করতে হবে সংগঠন বা দল বহন করবে না।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। শুক্রবার লিটনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 




















