মোঃ কামরুল হাসানঃ
মাগুরার মহম্মদপুর হাসপাতাল গেইট সংলগ্ন ঔষধ ব্যাবসায়ী হালিমা ফার্মেসীর মালিক মো. বজলুর রহমান (৬২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল চারটার সময় ইট বোঝাই নসিমনের ধাক্কায় ঘঁনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, বুধবার (৭ জানুয়ারি) বিকেলে পাওনা টাকা আদায়ের জন্য মটরসাইকেল যোগে ঝামা বাজারে যাওয়ার পথে আনুমানিক বিকাল চারটার সময় পোপালপুর প্রয়াত আফসার উদ্দিন মাষ্টারের বাড়ীর সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই নসিমনের সাথে মুখোমুখি ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষনিক স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং দুর্ঘটানাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।
নিহত বজলুর রহমান উপজেলার চিত্তবিশ্রাম গ্রামের মৃত আলহাজ্ব মোন্তাজ উদ্দিন মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতি তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মোঃ কামরুল হাসান, বিশেষ প্রতিনিধিঃ 




















