হুমায়ন আহমেদঃ
চুয়াডাঙ্গায় যুবকদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দক্ষতা ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের পিএসইউএস-এর মিটিং রুমে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা। তিনি বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে যুবকদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশ অত্যন্ত জরুরি। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা বৃদ্ধি করতে হবে।
তিনি আরও বলেন, দক্ষ ও নেতৃত্বসম্পন্ন যুবসমাজ গড়ে উঠলে কর্মসংস্থান সৃষ্টি হবে, সামাজিক অবক্ষয় কমবে এবং দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। সরকার যুব উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, তবে এসব উদ্যোগ সফল করতে সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার প্রজেক্ট অফিসার আরিফুর রহমান। এছাড়াও সহযোগিতায় ছিলেন আসাদুজ্জামান, হামিদুল ইসলাম, আব্দুর রহমান ও খোকন মিয়া।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুবসমাজের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 




















