আরিফুল মিয়াঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের কলোইকান্দা নামকীত্তন প্যান্ডেলের পাশ থেকে সাংবাদিক সাগর চক্রবর্তীর একটি ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে নামকীত্তন চলাকালে সুযোগ বুঝে অজ্ঞাত চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া মোটরসাইকেলের সামনে ‘প্রেস’ এবং দৈনিক সময়ের প্রত্যাশা লেখা রয়েছে। মোটরসাইকেলের সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি। নম্বর টি হলো- 01920899244
সাগর চক্রবর্তী মধুখালী প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। মোটরসাইকেলটি উদ্ধারের জন্য স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন তিনি।
প্রিন্ট

মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি 
আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 

























