সোহাগ কাজীঃ
মাদারীপুরে পরকীয়ার জেরে ইতালিফেরত এক যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি মাতুব্বর বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্ত্রীকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ।
আহত যুবকের নাম হাবিব মাতুব্বর (৩৫) এবং অভিযুক্ত স্ত্রীর নাম শিউলি বেগম (২৯)। স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব ইতালি থেকে ফেরার পর থেকেই পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে দম্পতির মধ্যে কলহ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও সম্পর্কের কোনো উন্নতি হয়নি।
শুক্রবার রাতে খাবারের পর স্বামী-স্ত্রীর মধ্যে পুনরায় কথাকাটাকাটি হয়। এরপর তারা ঘুমিয়ে পড়েন। অভিযোগ উঠেছে, ভোররাতে হাবিব যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন শিউলি বেগম ব্লেড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। হাবিবের আর্তচিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য হাবিবের চাচাতো ভাই হৃদয় মাতুব্বর জানান: “রাতে খাওয়া শেষে তারা স্বাভাবিকভাবেই ঘুমাতে যান। ভোরে শিউলি বেগম ব্লেড দিয়ে আমার ভাইয়ের ওপর এই নৃশংস আক্রমণ চালায়। চিৎকার শুনে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।” মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হাবিব মাতুব্বরের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) প্রক্রিয়া চলছে।
আহত হাবিব মাতুব্বর: তিনি পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। কেন তার স্ত্রী এমন কাণ্ড ঘটিয়েছেন, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট কারণ জানাতে পারেননি। তবে এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন তিনি।
অভিযুক্ত শিউলি বেগম: আটকের পর শিউলি বেগম দাবি করেন, তার স্বামী দীর্ঘ সময় ধরে পরকীয়ায় আসক্ত ছিলেন এবং একাধিক নারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এর প্রতিবাদ করলে হাবিব তার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই তিনি এই কাজ করেছেন বলে স্বীকার করেছেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিউলি বেগমকে আটক করা হয়েছে। এছাড়া অপরাধে ব্যবহৃত ব্লেডটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রক্রিয়াধীন।
প্রিন্ট

মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক 
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি 





















