আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
গত ৮ জানুয়ারী ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধীনাস্থ রানীনগর ও অচিন্তপুর বিওপির দুইটি পৃথক চোরাচালান অভিযান পরিচালনা করে ৫৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৪৯০ পিস নেশাজাতীয় ইঞ্জেকশন আটক করেন।
আটককৃত ভারতীয় মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১লক্ষ ১৯ হাজার ১০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল এ এম জাবের বিন জব্বার পি এসসি বলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধীনাস্থ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মাদক চোরাচালান নারী ও শিশু পাচারকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য আটক আটক সহ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 


















