আরিফুল ইসলাম জয়ঃ
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে জনপ্রিয় দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে উদযাপিত হলো ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার (বিকাল ৫:০০) টায় ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময়ের প্রত্যাশা’র ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি ও ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম জয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সৃষ্টি নিউজ এর সম্পাদক ও কালবেলা ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি সহকারি অধ্যাপক মোখলেছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারীর সিনিয়র সহ সভাপতি জনকণ্ঠ পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি এফ.কে. আশিক, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান মানিক, সাধারণ সম্পাদক মুফতি এস.এম. মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক রাহিমুল ইসলাম রিদয়, সদস্য রাহিজুল ইসলাম প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, সময়ের প্রত্যাশা শুরু থেকেই সাহসী ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতেও পত্রিকাটি আরও দূরদর্শী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আগত অতিথিদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দেশের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সময়ের প্রত্যাশা পত্রিকাটি বিগত পাঁচ বছর ধরে দেশের নানা প্রান্ত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকমহলে বিশেষ স্থান করে নিয়েছে।
প্রিন্ট

হিলিতে বিদুৎ স্পৃষ্টে নিহত-১আহত হয়েছে ৬ জন 
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 





















