ঢাকা , সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

টিকটকে পরিচয়ঃ বন্ধুর সাথে দেখা করতে এসে ধর্ষণের শিকার কিশোরী

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা দাউদ বিশ্বাসের (২৩) সঙ্গে টিকটকে পরিচয়ের সূত্র ধরে দেখা করতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায়, পাশের পরমেশ্বরদী ইউনিয়নের একটি মেহগনি বাগানে।

 

পরের দিন শনিবার ভুক্তভোগী কিশোরীর দাদা বাদী হয়ে দাউদ বিশ্বাসকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরও দুজনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে পুলিশ দাউদ বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আতর আলী শেখকে (২৩) গ্রেপ্তার করা হয়। গতকাল তাদের আদালতে পাঠানো হয়।

 

‎এজাহার সূত্রে জানা যায়, টিকটকের মাধ্যমে জেলার বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা দাউদ বিশ্বাসের (২৩) সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগীর। দাউদ গত শুক্রবার তেলজুড়ি এলাকায় আসার জন্য আমন্ত্রণ জানায় ওই কিশোরীকে। আমন্ত্রণ পেয়ে ওই এলাকায় ঘুরাঘুরি শেষে ওইদিন সন্ধ্যার পর কিশোরীকে পরমেশ্বরদী গ্রামের ভদ্র মহাশয়ের মেহগনি বাগানে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করেন। ওই কিশোরী রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পরে একটি ফোনে টিকটকে দাউদের মোবাইল নম্বর পায়। দাউদকে ফোন দিলে প্রথম ফোন কেটে দেয়। পরে ফোন করে জানায় আধা ঘণ্টার মধ্যে আপনাদের মেয়েকে পেয়ে যাবেন। সে অনুযায়ী মেয়ের বাড়ির লোকজন তেলজুড়ি আসার পথে ভ্যানে মেয়েকে পেয়ে সরাসরি বোয়ালমারী থানায় চলে যায়।

 

পুলিশ গত শুক্রবার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়। এ ঘটনায় পরেরদিন শনিবার ‎‎মামলা হওয়ার পরে প্রথমে পুলিশ দাউদ বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরে দাউদের স্বীকারোক্তি অনুযায়ী অপর আসামি আতর আলী শেখকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

 

‎মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘বাদির লিখিত অভিযোগ পেয়ে তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে মামলা নেওয়া হয়েছে। প্রথমে দাউদকে এবং পরে আতর আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসা নেয়। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বেগম খালেদা জিয়া নারী অধিকার ও ক্ষমতায়নের পথিকৃৎঃ মিরপুরে নারী সমাবেশে অধ্যাপক শহীদুল ইসলাম

error: Content is protected !!

টিকটকে পরিচয়ঃ বন্ধুর সাথে দেখা করতে এসে ধর্ষণের শিকার কিশোরী

আপডেট টাইম : ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা দাউদ বিশ্বাসের (২৩) সঙ্গে টিকটকে পরিচয়ের সূত্র ধরে দেখা করতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায়, পাশের পরমেশ্বরদী ইউনিয়নের একটি মেহগনি বাগানে।

 

পরের দিন শনিবার ভুক্তভোগী কিশোরীর দাদা বাদী হয়ে দাউদ বিশ্বাসকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরও দুজনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে পুলিশ দাউদ বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আতর আলী শেখকে (২৩) গ্রেপ্তার করা হয়। গতকাল তাদের আদালতে পাঠানো হয়।

 

‎এজাহার সূত্রে জানা যায়, টিকটকের মাধ্যমে জেলার বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা দাউদ বিশ্বাসের (২৩) সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগীর। দাউদ গত শুক্রবার তেলজুড়ি এলাকায় আসার জন্য আমন্ত্রণ জানায় ওই কিশোরীকে। আমন্ত্রণ পেয়ে ওই এলাকায় ঘুরাঘুরি শেষে ওইদিন সন্ধ্যার পর কিশোরীকে পরমেশ্বরদী গ্রামের ভদ্র মহাশয়ের মেহগনি বাগানে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করেন। ওই কিশোরী রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পরে একটি ফোনে টিকটকে দাউদের মোবাইল নম্বর পায়। দাউদকে ফোন দিলে প্রথম ফোন কেটে দেয়। পরে ফোন করে জানায় আধা ঘণ্টার মধ্যে আপনাদের মেয়েকে পেয়ে যাবেন। সে অনুযায়ী মেয়ের বাড়ির লোকজন তেলজুড়ি আসার পথে ভ্যানে মেয়েকে পেয়ে সরাসরি বোয়ালমারী থানায় চলে যায়।

 

পুলিশ গত শুক্রবার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়। এ ঘটনায় পরেরদিন শনিবার ‎‎মামলা হওয়ার পরে প্রথমে পুলিশ দাউদ বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরে দাউদের স্বীকারোক্তি অনুযায়ী অপর আসামি আতর আলী শেখকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

 

‎মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘বাদির লিখিত অভিযোগ পেয়ে তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে মামলা নেওয়া হয়েছে। প্রথমে দাউদকে এবং পরে আতর আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসা নেয়। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


প্রিন্ট