নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানী ঢাকাকে সবুজ ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে মাসব্যাপী তালবীজ রোপন কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেছে পরিবেশ আন্দোলন মঞ্চ। আজ শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে তিন নেতার মাজার এলাকায় প্রতীকীভাবে তালবীজ রোপনের মধ্য দিয়ে এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মাসব্যাপী কর্মসূচিতে বুড়িগঙ্গার তীর, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (আইইটি) ক্যাম্পাস, ধানমন্ডি লেক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রমনা পার্ক এবং তিন নেতার মাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মোট প্রায় ৬৩০টি তালবীজ রোপণ করা হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ, সহ-সভাপতি আজগর হোসেন, সাধারণ সম্পাদক জি. এম. রোস্তম খান, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন আহম্মেদ, সুবন্ধন সামাজিক কল্যাণ সংঘের সহ-সভাপতি ফারুক হোসেন এবং কৃষক নেতা আব্দুর রহিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের কারণে রাজধানীতে সবুজ এলাকা ক্রমেই হ্রাস পাচ্ছে। একটি শহরের মোট এলাকার অন্তত ১৫ শতাংশ সবুজ থাকা উচিত হলেও ঢাকায় বর্তমানে তা মাত্র ৩ থেকে ৮ শতাংশের মধ্যে সীমাবদ্ধ।
বক্তারা আরও বলেন, তালগাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়, রাজধানীর তাপমাত্রা নিয়ন্ত্রণ ও বায়ুদূষণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া তালগাছের বাকলে থাকা পুরু কার্বন স্তর বজ্রপাত প্রতিরোধে সহায়ক বলেও তারা উল্লেখ করেন।
পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ জানান, “একটি দূষণমুক্ত ও সবুজ ঢাকা গড়ে তুলতে আমাদের এই উদ্যোগের ধারাবাহিকতা সারা বছর ধরে বজায় থাকবে। নগরবাসীর অংশগ্রহণ ছাড়া সবুজ রাজধানী সম্ভব নয়।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে শুধু তালবীজ নয়, বৃষ্টি ও ধুলাবালি সহনশীল স্থানীয় প্রজাতির আরও গাছ রোপনের পরিকল্পনাও রয়েছে।
প্রিন্ট

হিলিতে বিদুৎ স্পৃষ্টে নিহত-১আহত হয়েছে ৬ জন 
নিজস্ব প্রতিবেদক 




















