মোঃ আরিফুল হাসানঃ
ফরিদপুরের মধুখালীতে সাপের কামড়ে রিজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। রিজিয়া বেগম উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামের গগন মোল্লার স্ত্রী।
স্থানীয় হাসপাতাল ও সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর সাংসারিক কাজের জন্য ঘর থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময় ঘরের দরজার সামনের সিঁড়ির নিচে ওৎ পেতে থাকা বিষধর সাপ তাকে দংশন করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিজিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ কবির সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, সর্প দংশনে আক্রান্ত রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রিন্ট

হিলিতে বিদুৎ স্পৃষ্টে নিহত-১আহত হয়েছে ৬ জন 
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 





















