আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। অফিসের তিনটি কক্ষের কম্পিউটার ভেঙে এর হার্ডডিস্ক, র্যাম ও প্রসেসরসহ গুরুত্বপূর্ণ অংশ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে গত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে। জানা যায়, সেদিন সন্ধ্যায় অফিসের দৈনন্দিন কাজ শেষ করে কর্মকর্তা-কর্মচারীরা বাসায় ফেরেন। রাতের দায়িত্বে ছিলেন নৈশ প্রহরী জীবন আহম্মেদ।
২৫ অক্টোবর (শনিবার) সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসের ভারপ্রাপ্ত নাজির হেলাল উদ্দিনকে ফোনে জানান, অফিসের সার্ভেয়ার রুম, সার্টিফিকেট সহকারী ও সার্টিফিকেট পেশকারের কক্ষের জানালার কাঁচ ভাঙা এবং কম্পিউটারগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে।
খবর পেয়ে কর্মকর্তারা অফিসে গিয়ে দেখতে পান—তিনটি কক্ষের কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী জানান, “ঘটনার পর নৈশ প্রহরী জীবন আহম্মেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এদিকে, ঘটনার পর স্থানীয় প্রশাসন ভূমি অফিসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
প্রিন্ট

হিলিতে বিদুৎ স্পৃষ্টে নিহত-১আহত হয়েছে ৬ জন 
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি 




















