মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় মশকনিধনে পরিচ্ছন্নতা অভিযান শুরু করছেন আলফাডাঙ্গা থানা কর্তৃপক্ষ। শনিবারে থানার বাউন্ডারীর মধ্যে ভিতর ও বাহিরে বিভিন্ন ধরনের আগাছা পরিস্কার করা হয়েছে। এতে করে যেমন থানার সৌন্দার্য্য বর্ধন হচ্ছে তেমনি মশক নিধনে কার্যকারী ভূমিকা রাখছে।
থানায় সেবা নিতে আসা একাধিক ব্যক্তি জানিয়েছেন, থানার পরিস্কার ও পরিচ্ছন্ন দেখে অনেক ভালো লাগছে। এখন থেকে মশার যন্ত্রণা অনেকটা লাঘব হবে। যাদের এখানে হাজত ঘরে বিভিন্ন অপরাধে স্বল্প সময়ের জন্য আটক রাখা হয়। তারা মশার যন্ত্রণা থেকে অনেকটা পরিত্রাণ পাবে। আমরা চাইবো আলফাডাঙ্গা থানা সব সময় পরিস্কার থাকুক। আশারাখি এ পরিস্কার অভিযান অব্যহত থাকবে।
থানার একাধিক অফিসার ও স্টাফদের সাথে কথা বলে জানা যায়, বেশ কিছু দিন ধরে মশার উৎপাত অনেক বেড়েছে। অনেক আগাছা বড় হয়ে থানার সৌন্দার্য্য নষ্ট হচ্ছিল। বিষয়টি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলমস্যার কে অবগত করলে তিনি কাজটি গুরুত্ব সহকারে নিয়ে শ্রমিক দিয়ে পরিস্কার অভিযান শুরু করেছেন। এখন আশারাখি থানার সেবা গ্রহীতাদের অনেক ভালো লাগবে। মশার উৎপাত কম হবে। থানার সৌন্দার্য্য বৃদ্ধি পাবে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, চলমান সময়ে মশার উৎপাত অনেক বেশি। যাহার জন্য মশা নিধন করা অত্যন্ত জরুরী ছিল। এ জন্য থানার মধ্যে যেখানে আগাছা রয়েছে পরিস্কার করা হচ্ছে। ময়লা থাকলে সেটাওপরিস্কার করা হচ্ছে। থানার সৌন্দার্য্য, সেবা গ্রহীতা ও স্টাফদের সুবিধার জন্য প্রতিমাসে আগাছা পরিস্কার করা হয়েছে। সব কিছু বিবেচনা করে আমরা পরিস্কার পরিচ্ছনা অভিযানে নেমেছি। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
প্রিন্ট

হিলিতে বিদুৎ স্পৃষ্টে নিহত-১আহত হয়েছে ৬ জন 
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 





















