মিজান উর রহমানঃ
বোয়ালমারী উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. মুদাররেস আলী ইসা ও সাধারণ সম্পাদক এ এস এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন এডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সঞ্জয় সাহা। কমিটিতে রয়েছেন ১০ জন সহ-সভাপতি, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাসিবুজ্জামান। দপ্তর সম্পাদক হয়েছেন সাংবাদিক মো. জাকির হোসেন, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সাংবাদিক মো. আনোয়ার হোসেন।
এছাড়া সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অভিজ্ঞ নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী করবে বলে দলীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন।
কমিটি ঘোষণার পর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।
নবনির্বাচিত নেতাদের প্রতিক্রিয়ায় নির্বাচিত সভাপতি এডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, “এই কমিটি ঐক্য ও সংগঠনের প্রতীক হবে। আমরা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও গতিশীল করব।” সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, “বোয়ালমারী বিএনপিকে একটি শক্তিশালী ও সুসংগঠিত দলে রূপ দিতে আমরা সর্বশক্তি নিয়োগ করব। আমাদের লক্ষ্য- জনগণের অধিকার প্রতিষ্ঠা।”
জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. মুদারেস আলী ইসা বলেন, “এই কমিটি হবে মাঠের কর্মীদের নেতৃত্বে একটি গতিশীল টিম। আমরা আশাবাদী—বোয়ালমারী বিএনপি আগামীর আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নবগঠিত ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদনের পর স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, এই কমিটি আগামী দিনের রাজপথের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে এবং বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করবে।
প্রিন্ট

হিলিতে বিদুৎ স্পৃষ্টে নিহত-১আহত হয়েছে ৬ জন 
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার 





















