অপি মুন্সীঃ
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন। এঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নতুন মাদারীপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আক্তার হাওলাদার গ্রুপের সঙ্গে হাসান হাওলাদার ও কামরুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে শনিবার দুপুরের পর থেকে শুরু হয় উত্তেজনা।
একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পরে।
সংঘর্ষে আহত এক জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব ও আর্মি যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং একজনকে গ্রেপ্তার করে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রিন্ট

মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক 
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 




















