রনি রজবঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৪ নং পার্বতীপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে পোসালু উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বছর অংশ হিসেবে গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছরের ন্যয় এ বছরও পোসালু উৎসব আয়োজন করা হয়। শনিবার দিনব্যাপি নওগাঁ জেলার পোরশা উপজেলায় অবস্থিত বিলও দীঘি ঘেঁষা এলাকার কুসুমকুন্ডা, মহাডাঙ্গায় চলে এ উৎসব। নবীন প্রবীণদদের উৎসবের বিষয়টিকে তুলে ধরতে এই পোসালু উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবের গোমস্তাপুর উপজেলা বিএনপি আহ্বায়ক ভারপ্রাপ্ত ও পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও বিএনপি নেতা এমদাদুল হক মাসুদকে এই উৎসবে সহায়তা করেন স্থানীয় বিএনপি’ ও পার্বতীপুর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা।
অংশগ্রহনকারী জানান, তাঁদের প্রিয় নেতা পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও বিএনপি’র অন্যতম নেতা ইঞ্জিনিয়ার এমদাদুল হক মাসুদের কথায় অনুপ্রাণিত হয়ে পোসালু উৎসবে অংশ নিয়েছেন। গত বছর এই উৎসবের আয়োজন করেছিল। তিনি গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো নতুনদের কাছে তুলে ধরতে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করেন। তিনি প্রতিবছর উৎসব করে থাকেন। উৎসবের পর এবার তাঁদেরকে নিয়ে এই পোসালু উৎসব করছেন। তিনি এই উৎসব পালনের অংশ নেন। রান্নার সময় একসঙ্গে বসে পরিবেশন করতে দেখা গেছে।

পোসালু উৎসবটি খেতে আসা নেতাকর্মীরা বলেন, আয়োজনের কথা শুনে এই পোসালু উৎসবে এসেছেন। ভাল লাগছে সবাই সারিবদ্ধ ভাবে একসঙ্গে মেঝেতে খেতে বসে অন্যরকম আনন্দ অনুভূতি হচ্ছে। সবাই আনন্দ করেছি। পোসালু কিভাবে করতে হয় তা প্রথম দেখলেন। প্রতিবছর তিনি নিজ নিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যগুলো তুলে ধরে উৎসব পালন করেন। সে নিজেকে বিরক্ত না হয়ে উদ্দীপনার মাধ্যমে কাজ করে থাকেন। তাঁকে এসব আয়োজনে পরিবারের সবাই সহযোগিতা করে থাকেন।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বলেন, গ্রামীণ সংস্কৃতি অনেকটা বিলুপ্তির দিকে। এসব নতুন সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তিনি প্রতিবছর বিভিন্ন ধরনের উৎসব পালন করেন। হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরতে তিনি পোসালু উৎসব করেছেন। গ্রামের পুরুষসহ ছাত্র-ছাত্রীরা তাকে এ উৎসবে সহায়তা করেছেন।
অনুষ্ঠানটি সাংস্কৃতিক অনুষ্ঠান লটারি ড্র দিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়।
প্রিন্ট

মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক 
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 




















