বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে দুই দিনব্যাপী ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকালে মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠে স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ জাতি গঠনে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে অভিভাবক ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, প্রধান শিক্ষক রাকিবুল হাসান, রনধীর সরকার, মো. লুলু হোসেন মুন্সী, শওকত আলী মিয়া, মো. গোলাম মওলা, সুপার মো. ওয়াহিদুজ্জামান, মো. আশরাফউজ্জামান প্রমুখ।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
ক্রীড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 




















