মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে রবিবার (৪ জানুয়ারী) পাংশা শহরস্থ মায়া হোটেলের সংস্থার অস্থায়ী কার্যালয়ে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি, সার্জেন্ট (অবঃ) মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সার্জেন্ট (অবঃ) মোঃ গিয়াস উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বক্তব্য রাখেন।
রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ আব্দুর রহিম, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ নায়েব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক মোঃ জাকির বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন ও সহ-সাংস্কৃতিক সম্পাদক বদিউর রহমান পাশাসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্থদের মাঝে বিতরণের জন্য সংস্থার নেতৃবৃন্দের হাতে শীতবস্ত্র হস্তান্তর করা হয়।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















