আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় গভীর রাতে বাড়িতে ঢুকে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় তার স্ত্রী স্বাধীনা বেগম বাদী হয়ে গত সোমবার (৫ জানুয়ারি) রাতে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করেছে। মামলার এজাহারে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হত্যার দাবি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের শর্তে পুলিশ মামলায় জড়িতদের নাম গোপন রেখেছে। তবে মামলার অধিকাংশ আসামীরা কুষ্টিয়ার দৌলতপুর থানার ফিলিপনগর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়,বাঘা উপজেলার করালি নওশারা (হবিরচর) গ্রামে গত শনিবার রাত সোয়া ১টার দিকে সোহেল রানাকে (৩৫) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তাঁর স্ত্রীও আহত হয়। সোহেল রানা ওই গ্রামের কালু ম-লের ছেলে।
নিহতের ভাই সেন্টু জানান, দুর্বৃত্তরা ঘরের টিনের বেড়া কেটে কয়েকটি গুলি ছোড়ে। এতে সোহেলের পাঁজরে ও বুকের নিচে গুলি লাগে। চিৎকার করলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার স্ত্রীকেও মারধর করে আহত হন। ডাক চিৎকারে স্থানীয়রা আগায়ে আসলে দুর্বৃত্তরা নদী পার হয়ে চলে যায়।
উল্লেখ্য, গত বছরের ২৭ অক্টোবর পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে ‘কাঁকন বাহিনী’র গুলিতে আমান ম-ল ও নাজমুল হোসেন নিহত হন। পরদিন লিটন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, আগের ঘটনার জেরে এই হত্যাকা- ঘটিয়েছে। বাঘা থানার পরিদর্শক (তদন্ত ওসি) সুপ্রভাত মন্ডল বলেন, হত্যায় জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 





















