মোঃ আরিফুল হাসানঃ
ফরিদপুরের মধুখালীতে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মধুখালী উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান।
তিনি মশাল প্রজ্বালনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম।
এ সময় মধুখালী উপজেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ক্রীড়া শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করা অত্যন্ত প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।
তিনি ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখে বিশ্বমঞ্চে দেশের মান উজ্জ্বল করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 





















