মোঃ আহসান হাবীব সুমন ও জামালপুর হয়ে গৌরাঙ্গ বিশ্বাসঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সফল দুইবারের মেয়র জননেতা এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি ) জামালপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইউসুপ আলী যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে দাখিল এবং নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করায় কোনো আপত্তি ছাড়াই এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের মনোনয়ন বৈধতা পায়।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে জামালপুর-৫ আসনের বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। দলীয় কার্যালয় ও বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা আনন্দ মিছিল, স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিক্রিয়া জানান।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন,মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে জনগণের পক্ষে কথা বলার আরেকটি সুযোগ তৈরি হলো। আমি জামালপুর-৫ আসনের মানুষের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে চাই। দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি।”
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার মূল শক্তি এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবেন।
উল্লেখ্য, সাবেক দুইবারের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার মনোনয়ন বৈধ ঘোষণাকে কেন্দ্র করে জামালপুর-৫ আসনের নির্বাচনী মাঠে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি 





















