মানিক কুমার দাসঃ
ফরিদপুর হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজার হোটেল পার্ক প্যালেসের সামনে হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব নুর ইসলাম মোল্লার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপি আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত আলি খান লাবলু, সহ-সভাপতি এমএম মুসা যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লাভলু, কোষাধ্যক্ষ আব্দুল জব্বার খান, ফরিদপুর জেলা বিএনপির সদস্য আতাউর রশিদ বাচ্চু, বিএনপি নেতা এম টি আক্তার টুটুল, মোহাম্মদ মাজেদ মিয়া, মুস্তাক হোসেন বাবলু, শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক লাইন সেক্রেটারী সতীশ সরকার এ সময় বাজার কমিটির অন্যান্য কর্মকর্তারা সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করা হয় । অনুষ্ঠানের পরবর্তী পর্বে তার রুহের মাগফেরাত কামনা করে। দোয়া মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর।বায়তুল মোকাদ্দেম জামে মসজিদের পেশ ইমাম মোঃ নজরুল ইসলাম।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















