বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের এক নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায়, উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের বালিয়াকান্দী বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে, ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মিলু পদত্যাগের ঘোষণা দেন।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
বাদশাহ মিয়া, মুক্সুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 





















