লিয়াকত হোসেন লিংকনঃ
সাংবাদিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ এর ১৩ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের চেয়ারম্যান খাইরুল আলম রফিক ও পরিচালক খাইরুল ইসলাম আল আমিন
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের মো. লিয়াকত হোসেন লিংকন ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক স্বদেশ প্রতিদিনের নুর ইসলাম লেলিন মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটিতে সহ সভাপতি হিসেবে আছেন মো. ফায়েকুজ্জামান, এম এ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডা.
সোহান সরদার, সহ সাংগঠনিক জুয়েল হাসান, প্রচার সম্পাদক রিজাউল করিম, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আশরাফুজ্জামান, সদস্য মামুন মুন্সী, সৈয়দ রাজিব হোসেন ও লিটন সরদার।
নবগঠিত কমিটির নেতারা বলেন, ‘সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উপজেলা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে এ কমিটি গঠন করা
হয়েছে। এ কমিটি স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের সুরক্ষা, আইনি সহায়তা ও সংগঠনকে গতিশীল করতে ভূমিকা রাখবে।’
নবনির্বাচিত নেতারা আরও বলেন, ‘সত্য ও নির্ভীক সাংবাদিকতার পক্ষে থেকে সাংবাদিকদের পাশে দাঁড়ানোই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা সকলের সহযোগিতা চাই।’
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার 





















