মানিক কুমার দাস:
ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ফকির মিয়া (৬০)–কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর শহরের একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ফরিদপুর শহর থেকে মো. ফারুকুজ্জামান ফকির মিয়াকে আটক করা হয়েছে এবং রাতেই তাকে সালথা থানায় হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, ফকির মিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড ও স্থানীয় পর্যায়ে সংঘটিত একাধিক ঘটনায় মামলা দায়ের করা হয়। এসব মামলার প্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















